শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে শাহীন আহমেদের উঠান বৈঠক অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
:ঢাকার কেরানীগঞ্জে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের উন্নয়ন তুলে ধরে নৌকা মার্কায় জনগণকে ভোট দিতে উদ্বুদ্ধ করতে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মডেল থানার বামনশুর খেলার মাঠে শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এ সময় প্রধান অতিথি বর্তমান সরকারের আমলে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান।
শাক্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী লোকমান হোসেনের সভাপতিত্বে বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।