কেরানীগঞ্জে শিক্ষিকা স্ত্রীকে খুন করে স্বামী পলাতক।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
কেরানীগঞ্জে চঞ্চলা বিশ্বাস (৩৩) নামের এক স্কুলশিক্ষিকাকে খুন করে লাশ রেখে স্বামী পালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কদমতলী মডেল টাউন এলাকার জনি বেপারির মালিকানাধীন বেপারি ভিলার অষ্টম তলার একটি ফ্ল্যাট থেকে দরজার তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
চঞ্চলা বিশ্বাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া গ্রামের সুবোল বিশ্বাসের মেয়ে এবং কেরানীগঞ্জের কদমতলী মডেল টাউন এলাকার টাইমস্ কিন্ডারগার্টেন স্কুলের সাবেক শিক্ষিকা ছিলেন। তার স্বামী বিপ্লব সমাদ্দার ওষুধ ব্যবসায়ী। হত্যার পর একটি চিরকুট লিখে লাশ কাপড় দিয়ে ঢেকে রেখে ফ্ল্যাটের দরজা বন্ধ করে পালিয়েছেন তিনি।
বাড়ির কেয়ারটেকার নুর ইসলাম জানান, প্রতিদিনের মতো অষ্টম তলার ভাড়াটিয়া বিপ্লব ওষুধের ব্যাগপত্র নিয়ে সকাল সাড়ে দশটার দিকে গেট দিয়ে বেরিয়ে যান। তিনি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে বিপ্লব কোনো কথা না বলে দ্রুতই চলে যান। দুপুরের দিকে এক মহিলা এসে জানান, অষ্টম তলার ভাড়াটিয়ার স্বামী তাকে ফোন করে জানিয়েছেন, ঘরে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনা বাড়ির মালিককে জানালে তিনি পুলিশকে অবহিত করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মামুন অর রশিদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com