কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দোকান পাট উচ্ছেদে অভিযান পরিচালিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার(৩০ এপ্রিল) বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফয়সল বিন করিমের নেতৃত্বে কদমতলী খালপাড় থেকে বেগুনবাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশ ছোট বড় ৫৯টি অবৈধ টং দোকান উচ্ছেদ করা হয়।এ সময় উচ্ছেদের নোটিশ পাওয়ার পর স্থাপনা নিজে থেকে সরিয়ে না নেয়ায় মোঃ মাসুদকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম জানান, এই শুভাঢ্যা খাল পুন-খননে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে। তাই খালের দুই পাশের দখলদারদের উচ্ছেদে আমরা নোটিশ জারি করেছি। নোটিশ পাওয়ার পর যারা স্থাপনা এখনো নিজের দিকে সরিয়ে নেয়নি তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক বিভাগের সহযোগিতায় উচ্ছেদ অভিযানে অন্যানের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (রাজস্ব) আমেনা মারজান, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর পীযূষ কুমার মালো সহ সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com