রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
কেরানীগঞ্জে শোক দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ সামগ্রী বিতরণ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির শেষ দিনে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দোয়া মোনাজাত ও দুস্থ অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩১শে আগস্ট) দুপুরে শুভাঢ্যা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক ফারুক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চাউল ও আলু বিতরণ।করা হয়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ। সাধারণ সম্পাদক ম. ই মামুন এ সময় ১৫ই আগস্ট নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাতের পর প্রায় ৩ শতাধিক অসহায় দুস্থ গরিব মানুষের মাঝে চাউল,আলু ত্রাণ হিসেবে বিতরণ করা হয়।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নেতা হাজী মজিবর রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ,স্বেচ্ছাসেবক লীগ নেতা উৎপল মজুমদার বাবু, ফয়সাল মুন্না, ডালিম, জসিম সহ থানা ইউনিয়ন ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।