শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে শ্লীলতাহানীর অভিযোগে বডিবিল্ডার্স কারাগারে।নারীর ও শিশু নির্যাতন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/১০ ধারায় মামলা হয়

কেরানীগঞ্জে শ্লীলতাহানীর অভিযোগে বডিবিল্ডার্স কারাগারে।নারীর ও শিশু নির্যাতন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/১০ ধারায় মামলা হয়।

কেরানীগঞ্জ সংবাদদাতা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলায় বডিবিল্ডার্স মো. তানভীর (২১) কে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। গত রোববার ঢাকার কেরানীগঞ্জ চিফজুশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গ্রেফাতরকৃত তানভীর কে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।গ্রেফতরকৃত তানভীর একজন বডিবিল্ডার্স।।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলার বিবরণে ওকিলা বেমগ বলেন, তার ভাতিজীর মো. মুসকানের (১৬) মা লেবানন থাকে। পিতা তাদের খোঁজ নেয়না। মুসকান ছোট বেলা থেকেই চড়াইল আমার বাড়িতে রাখছি। সে ৭ম শ্রেনী পর্যন্ত লেখা পড়া করেছে। ৩০ জুলাই তাকে বাড়ির কাজের কথা বলি। কাজ না করায় শাসন করি। এতে সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায়। ভাতিজি ভাল করে রাস্তা ঘাট চিনেনা। রাতে খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা গিয়ে তাকে দেখি। রাগ করে বের হয়ে কদমতলী ইবনে সিনা হাসপাতালে সামনে ওই দিন সন্ধ্যায় বসে ছিল। বন্দোডাকপাড়া এলাকার তাইজুল ইসলামের ছেলে মো. তানভির মুসকান কে বলে, কোথায় যাবে। রাগ করে বাড়ি থেকে এসেছে। ভানভীর তাকে বাড়ি পৌছানোর কথা বলে মোটরসাইকেলে পিছনে বসিয়ে ঝিলমিল আবাসিক প্রকল্পের বিদ্যূৎতের অফিসের উত্তর পাশে নিয়ে তার স্পর্শকাতর স্থানে হাতাহাতি ও যৌন নীড়ন করে। ভাতিজী চিৎকার দিলে আশপাশের লোক ও পুলিশের টহলরত পুলিশ তাকে উদ্ধার করে। তাকে আটককরাসহ তার ব্যবহৃত মটরসাইল জব্দ করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত তানভীরের নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারীর ও শিশু নির্যাতন আইনের সংশোধনী ২০০৩ এর ৭/১০ ধারায় মামলা রুজু করেছি।

 

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host