প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১২, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২২, ১২:২৯ পি.এম
কেরানীগঞ্জে সমবায় দিবস পালিত
কেরানীগঞ্জে সমবায় দিবস পালিত ।
কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু।
সমবায় দিবসে কেরানীগঞ্জে র্যালি ও আলোচনা সভা
বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ণ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় কেরাণীগঞ্জেও পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ ৫ নভেম্বর শনিবার কেরানীগঞ্জে উপজেলা চত্বরে একটি র্যালি বের করে উপজেলা সমবায় অফিস।
উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিটিতে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানসহ কেরাণীগঞ্জের বিভিন্ন সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মুনসুর আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, কোন্ডা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমবায় সমিতির সভাপতি মো.স্বাধীন শেখ প্রমুখ। অনুষ্ঠান শেষে সফলতা অর্জনকারী সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com
সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩