শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে শিক্ষা খাতে সর্বাধুনিক সুযোগ সুবিধা নিয়ে যাত্রা শুরু করল উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

কেরানীগঞ্জে সাংবাদিককে মিথ্যা মানহানি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু,

ঢাকার কেরানীগঞ্জে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রকাশক ও ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলা দায়ের করার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা।

সোমবার সকাল ১১টায় কেরানীগঞ্জ প্রেস ক্লাব কতৃক আয়োজিত ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টিভির সাংবাদিক বীর মক্তিযোদ্ধা হাজী সালাউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি ইকবাল হোসেন রতন, সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, সাবেক সভাপতি শফিক চেীধুরী সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, মিয়া আব্দুল হান্নান,সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ রায়হান খান ও আবু জাফর প্রমুখ।

কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাজী সালাউদ্দিন তার বক্তব্যে বলেন, রাজনৈতিক মদদে কিশোর গ্যায়ের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে এটা নতুন কোন বিষয় নয়। ঢাকার কামরাঙ্গীরচর কেরানীগঞ্জ, সাভার সহ বিভিন্ন স্থানে কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ইতোমধ্যে বেশকিছু কিশোরকে আটকও করেছে। তিনি রজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না করে আইন শৃংখলারক্ষাকারি বাহিনী দিয়ে কিশোর গ্যাংয়ের অপরাধ দমন করুন। তা না হলে এই কিশোর গ্যাংয়ের কারনে এক সময় দেশকে চরম মূর‌্য দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন, প্রকাশক শামসুল হুদা এফসিএ ও ঢাকা জেলা প্রতিনিধি রাকিব হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মানহানি মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, দৈনিক নয়া দিগন্তে কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে কামরাঙ্গীরচরে শিরোনামে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা অত্যান্ত তথ্যনিভর এবং সঠিক। এ ধরনের রিপোর্ট ইতিপূর্বে আরো দৈনিক কালের কন্ঠ, জনকন্ঠ ও ভোরের কাগজসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত হয়েছে তখন তো কোন মামলা হয়নি, শুধু নয়া দিগন্তে সত্য কথা লেখা হলেই যত দোষ।

তারা বলেন, কিশোর গ্যাংয়ের পক্ষ নিয়ে যারা সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা আর যাই হোক ভাল লোক নয়। তারা কিশোর গ্যাংয়ের আশ্রয় প্রশ্রয়দাতা এবং মানবতার শত্রু। তারা তদের সন্ত্রাসী কার্যকলাপ যাতে নির্বিঘ্নে পরিচালনা করতে পারে সেজন্যই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করেছে। তারা এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অভিলন্বে তা প্রত্যাহারের দাবী জানান।

উল্লেখ্য গত ২০জানুয়ারি দৈনিক নয়া দিগন্তে ‘রাজনৈতিক মদদে শক্তিশালী নেটওয়াকর্, কিশোর গ্যাংয়ের অপরাধ বাড়ছে কামরাঙ্গীরচরে’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে গত ৩১জানুয়ারি ঢাকার জজ কোর্টের মতিঝিল থানাধীন ২৫ নং আমলি আদালতে কামরঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু ওরফে মো. মাসুদ এই মানহানী মামলা দায়ের করেন । যার মামলা নং ১৬২/২১। মামলাটি মর্তমানে পিবিআই তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host