বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন (২৮) ঢাকার কেরাণীগঞ্জে র‌্যাব-১০ কর্তৃক গ্রেফতার। র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশেষ নিরাপত্তা কেরানীগঞ্জে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও ক্ষোভ ঢাকা জার্ণালিস্ট কাউন্সিলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ব্যবসার আড়ালে ভয়ংকর প্রতারণা। আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির উদ্যোগে কেরানীগঞ্জে গরিব-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আজ শিল্পী রাকা পপির শুভ জন্মদিন। কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের। ধর্ষণ মামলার আসামী সজীব (৩৫) র‌্যাব-১০ কর্তৃক ঢাকার কেরাণীগঞ্জে গ্রেফতার। পল্লবীর ‘লেডি ডন’: মাদক ব্যবসা ও সন্ত্রাসে অভিযুক্ত যুব মহিলা লীগ নেত্রী।

কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের।

কেরানীগঞ্জে সাবেক তাঁতী লীগের সভাপতি মোল্লা ফারুক বাহিনীর হাতে জীবন গেলো ব্যবসায়িক মোঃ জুবায়ের।

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে ইটা বালুর ব্যবসার নিয়ন্ত্রণ নিতে জুবায়ের ইসলাম(৩৫) নামের এক ব্যবসায়ীকে দোকানে ঢুকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবু নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (২২ মার্চ ) দুপুর দেড়টায় দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা উত্তর পাড়া মসজিদ পাড় এলাকার (মহিলা মাদ্রাসা) আবু বকর সিদ্দীক এন্টারপ্রাইজ সামনে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, বেশ কিছুদিন আগে গোলাম বাজার রোডে একটি মার্কেটের জায়গা নিয়ে মোল্লা ফারুক গ্রুপ ও কাসেম নামে স্থানীয় এক ব্যবসায়ের সাথে দ্বন্দ্ব হয়। সেখানে নিহত জুবায়ের কাশেমের পক্ষ নিয়ে কথা বলেছিল। বর্তমানে নিহত জুবায়ের বিএনপি নেতা সাকিলের ছত্রছায়ায় গোলাম বাজার ও শুভাঢ্যা উত্তরপাড়া এলাকায় নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা শুরু করে। অপরদিকে মোল্লা ফারুক আওয়ামী লীগের তাঁতি দলের আহ্বায়ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্দান্ত প্রতাপশালী মোল্লা ফারুকের নিয়ন্ত্রণে ছিল উত্তরপাড়া পূর্বপাড়া গোলামবাজার সহ আশপাশের সকল এলাকা। এই এলাকায় নির্মাণাধীন ভবনের মালামাল সাপ্লাইয়ের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল তার হাতে। নতুন কোন ব্যবসায়ী যেন নির্মাণ সামগ্রী সাপ্লাইয়ের ব্যবসা না করতে পারে সেজন্য জুবায়েরকে প্রায়ই হুমকি দেয়া হতো। আজ মোল্লা ফারুক দলবল নিয়ে জুবায়ের এর ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে জুবায়ের কে হত্যা করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করার জন্য বেশ কয়েকটি হাত বোমা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়।

নিহতের বড়ভাই স্বপন জানান, আমার চোখের সামনে ছোট ভাইকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয়েছে। আমি বারবার ভাইয়ের জীবন ভিক্ষা চেয়েছি।আমাকে অস্ত্রের মুখে আটকে রেখে মোল্লা ফারুক বলে, কথা বললে তোকে ও এখন জানে শেষ করে দিবে। আমার ভাইয়ের স্ত্রী ও সাত বছরের একটি প্রতিবন্ধী সন্তান রয়েছে। সন্তানটাকে এতিম করে ফেলল, আমি মোল্লা ফারুক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ সুরতহাল প্রতিবেদন শেষে মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host