কেরানীগঞ্জে হরতাল চলাকালে দুইটি গাড়িতে আগুন
ঢাকা জেলাপ্রতিনিধি:কায়েস আহমেদ
সোমবার, ৩০ অক্টোবর
বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে দুইটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে
স্বাধীন পরিবহনের একটি বাস কেরানীগঞ্জের ঘাটারচরে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে গেছে। অপরদিকে শনিবার মধ্যে রাতে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর আন্ডারপাস এলাকায় একটি চলন্ত লেগুনা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
লেগুনা চালক নাজমুল বলেন,
হঠাৎ ৮/১০ জন যুবক বিএনপির রাজনৈতিক স্লোগান দিয়ে এসে গাড়িতে পেট্রল ছিটিয়ে ম্যাচের কাঠি দিয়ে আগুন ধরিয়ে দেয়। কিছু বুঝে ওঠার আগেই পুরো গাড়ি জ্বলতে থাকে। আগুন দেওয়ার পর তারা দ্রুত পালিয়ে যায়।
এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর বলেন,
গাড়িতে অগ্নিসংযোগে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com