কেরানীগঞ্জে হেরোইন ব্যবসায়ী রগকাটা মুন্না ডিবির হাতে গ্রেফতার।
কেরানীগঞ্জ (ঢাকা)
কেরানীগঞ্জে কুখ্যাত হিরোইন ব্যবসায়ী রগ কাটা মুন্না(৩০) ডিবির হাতে গ্রেফতার হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার গভীর রাতে কদমতলী গোল চত্বর এলাকায় ঢাকা জেলা ডিবি দক্ষিণের ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে একদল ডিবি পুলিশ অভিযান চালিয়ে রগ কাটা মুন্নাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এই সময় তার দেহ তল্লাশি করে ৩৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বর্তমান বাজার মূল্য ১ লক্ষ ৬৫ হাজার টাকা। গ্রেফতারকৃত মুন্নার বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। রগকাটা মুন্নার বাবার নাম মো. আয়নাল হক। তার বাড়ি চাঁদপুর সদর থানার কোড়ালিয়া মাদ্রাসা রোডে। সে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা গ্রামে আরিফের বাড়িতে ভাড়া থাকতো। ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে নিয়মিতভাবে মাদকসহ অন্যান্য অপরাধীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে ।কেরানীগঞ্জে কেউ অপরাধ করে পার পাবে না, বলে জানান তিনি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com