কেরানীগঞ্জে হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান
কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা পারভীন তিন্নি এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বাংলাদেশ হোটেল এন্ড রেস্টুরেন্টে আইন ২০১৪ এর বিধি মোতাবেক আজ সকালে কেরানীগঞ্জ উপজেলার কালিগঞ্জ তেলঘাট ও নাজিরেরবাগ এলাকায় মোট ৫টি হোটেল ও রেস্তোরাঁয় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে এক লক্ষ পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং বিস্মিল্লাহ কাবাব নামে একটি হোটেলকে সিলগালা করা হয়।
ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরা চালু করা যাবে না এই মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করা হয়। দ্রæততম সময়ে লাইসেন্স ও নিবন্ধন করার জন্য এ সময় ব্যবসায়ীদের নিকট নিবন্ধন ফরম সরবরাহ করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com