শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
কেরানীগঞ্জে ১০০ পরিবারের মাঝে ঘর হস্তান্তর।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তরের অংশ হিসেবে ঢাকার কেরানীগঞ্জে ১০০ পরিবারের মাঝে নামজারিসহ ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ হতে জমিসহ ঘর হস্তান্তর করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন, দক্ষিণ থানার সহকারী কমিশনার (ভূমি) আমেনা মার্জান, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজানসহ আরও অনেকে।