শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা সাধারণ সম্পাদক নিরব। রাজধানীর পুরান ঢাকার সৈয়দ হাসান আলী লেন ব্যবসায়ী সমিতির জরুরি সভা অনুষ্ঠিত। কেরানীগঞ্জে শাক্তা বড় মসজিদের পাশে রাস্তা থেকে শামীম আজাদ(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার। ওল্ড ঢাকা ৯৫ এর আয়োজনে পিঠা উৎসব ও হাস পাটি অনুষ্ঠিত। কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন

কেরানীগঞ্জে ১০ বছরের গৃহ পরিচারিকা শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ গৃহকর্তৃর বিরুদ্ধে

নাসির উদ্দিন সনি, স্টাফ রিপোর্টার 
রাজধানীর কেরানীগঞ্জে জেসমিন(১০) নামের গৃহ পরিচারিকা শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্তার বিরুদ্ধে।
ঘটনাটি কেরানীগঞ্জ মডেল থানাধীন মডেল টাউন এলাকায় মা প্লাজার ১৮ তলা ভবনের ১০ তলার একটি ফ্ল্যাটে।এই ঘটনায় নির্যাতিত শিশু জেসমিনের পক্ষে মডেল থানায় অভিযোগ দাখিল করে তার খালা রেনু বেগম।ঘটনায় জড়িত মিলি আক্তার নামের একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
জেসমিনের দুসম্পর্কের খালা রেনু বেগম জানান,শিশু জেসমিন এতিম, জেসমিন এক মাস বয়সে তার মাকে হারানোর পর তার কাছেই বড় হয় জেসমিন।একটু বড় হলে জেসমিনকে ৫ মাস আগে মডেল টাউন এলাকায় কাজের মেয়ে হিসেবে মা প্লাজার ১০তলায় মারুফ হোসেনের বাসায় দেন।
শিশু জেসমিন জানান,পাঁচ মাস পূর্বে কাজের মেয়ে হিসেবে তার খালা ওই বাসায় কাজের জন্য দিয়ে আসে।কাজের শুরুতে তারা আমার সাথে ভালো ব্যবহার করে ।কিছুদিন পরে আমি একদিন একটা গড়ম চায়ের কেটলি ধোয়ার সময় হাত ফসকে পরে গেলে আমাকে অনেক মারে।সেই থেকেই বাসার বাড়ীওয়ালা মারুফ ও তার স্ত্রী মিলি আক্তার মিলে প্রায়সময় মারধর করত।সবশেষ (গতকাল ২৮ মে বৃহস্পতিবার) কাপড় ধোয়ার সময় বাথরুমে সাবান পরে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মারুফের স্ত্রী তরকারী রান্না করার খুন্তি দিয়ে বেধরক মারধর করে বাথরুমে আটকে রাখেন।সেখান থেকে বের করে জেসমিনকে আবার জিআই পাইপ দিয়ে স্বামী স্ত্রী দুজনে মিলে মারেন বলে অভিযোগ করেন। এছাড়া এ মারধরের কথা কাউকে জানানো হলে তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে বলে এমন অমানুষিক নির্যাতনের বর্ননা দিয়ে কেঁদে ফেলেন শিশুটি।শিশুটি আরো বলেন,তারা বাসা থেকে বাহিরে গেলে তাকে বাহির থেকে দরজা বন্ধ করে দিত। এরপর শিশু জেসমিন প্রান বাঁচানোর জন্য বাসা থেকে পালিয়ে তার খালা রেনুর কাছে যায়।
আহত শিশু জেসমিনকে খালা রেনু বেগম সাথে সাথে স্যার সলিমুল্লাহ মিডফোর্ড হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে মডেল থানায় গিয়ে জিডি করে।
ঘটনার সত্যতা স্বীকার করে মডেল থানার এস.আই রফিক জানান,আজ ২৯ মে শুক্রবার বিকেলে শিশু জেসমিনের খালা নির্যাতনের বিবরন দিয়ে থানায় একটি জিডি দাখিল করেছে।আহত শিশু জেসমিনের গায়ে নীলাফোলা মারের চিহ্ন রয়েছে। এর প্রেক্ষিতে আমরা মডেল টাউন মা প্লাজা থেকে জিজ্ঞাসাবাদের জন্য মারুফের স্ত্রী মিলাকে আটক করেছি।
মডেল থানার অসি কাজী মাইনুল ইসলাম (পিপিএম)জানান,আমরা শিশু নির্যাতনের একটি অভিযোগ পেয়েছি এই আভিযোগের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনের ৭০ ধারায় মামলা করা হয়েছে।মামলা নং ২০(০৫)২০,আসামী (১).মিলি আকতার (২).মো.মারুফ হোসেন।আটক আসামী মিলি আক্তারকে বিচারের জন্য আজ ৩০ মে শনিবার আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশের এস আই মো. হুমায়ূন কবির বাদী হয়ে আদালতের কাছে রিমান্ড চাইলে ১ দিনের রিমান্ড  মঞ্জুর করেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host