ঢাকার কেরাণীগঞ্জ এলাকা হইতে ৪৭ কেজি গাঁজাসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” মাদক নির্মূলে র্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা জেলার হোমনা এলাকা হতে একটি মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমান গাঁজা নিয়ে ঢাকার কেরাণীগঞ্জের উদ্দেশ্যে গমন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঝাউচর এলাকায় অবস্থান করে। পরবর্তীতে অদ্য ১১ মে ২০২৩ খ্রিঃ তারিখ সকালে মাদক ব্যবসায়ী চক্রটি ঢাকার উল্লেখিত এলাকায় পৌঁছালে র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল অভিযান পরিচালনা করে আনুমানিক ১৪,১০,০০০/- (চৌদ্দ লক্ষ দশ হাজার) টাকা মূল্যের ৪৭ (সাতচল্লিশ) কেজি গাঁজাসহ ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। হাসিব @ মোয়াজ (২৭), ২। মোঃ সজিব (২৪), ৩। মোঃ বাবু (২৮), ৪। মোঃ ইলিয়াস (২৫), ৫। মোঃ শুভ হোসেন (২০), ৬। মোঃ শহিদুল ইসলাম (২৪) ও ৭। মোঃ ইয়াসিন (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৬টি মোবাইল ফোন ও নগদ- ১,২২০/- (এক হাজার দুইশত বিশ) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com