বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
কেরানীগঞ্জে ৪ শিশুর উপর চুরির অভিযোগে অমানবিক নির্যাতন মালিকসহ আটক ৩,
কেরানীগঞ্জ সংবাদদাতা, মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুরির অভিযোগে একটি জি আই তার তৈরীর কারখানায় ৪ শিশুর ওপর মধ্য যুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার কিছুক্ষণের মধ্যে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেন, ভিকটিমকে উদ্ধার করেছে র্্যাব-১০, সিপিসি-২। এ ঘটনায় তাৎক্ষণিক কারখানা মালিক মো: মালেক ও তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৪ঠা আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর কেচি শাহ ডক এলাকার রাইফা মেটাল ইন্ড্রাস্টিজ নামের কারখানা থেকে উদ্ধার করা হয়।নির্যাতিত ঐ চার শিশুর নাম ইয়াসিন (১৩), মো: রানা (১১) , হাসিব (১২), ওহিদ (১৫)।
প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে ঐ চার শিশু উল্লেখিত কারখানা থেকে ২/৩ কেজি পরিত্যক্ত জিআই তার নিয়ে যায়। বিষয়টি কারখানা মালিকের ছেলে মো: রাজিব জানতে পারলে তাদের ধরে এনে কারখানায় আটকে রাখে কারখানার কর্মচারীদের সহায়তায় রাজিব ঐ চার শিশুকে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতন করে। নির্যাতন করেও ক্ষ্যান্ত হয় নি সে, পরে শিশুদের মাথা ধারালো কেচি দিয়ে এলো পাথারি ন্যারা করে দেয় এবং ভিকটিমদের আত্মীয়-স্বজনকে ডেকে এনে সাদা কাগজে মুচলেকা রেখে নেন, ভয় ভীতি দেখিয়ে শিশুদের আটকে রাখে। এঘটনায়
অভিযুক্ত রাজিবের বাবা কারখানার মালিক মো: মালেক ও বড়ো ভাই রাজু আহমেদ জানলেও তারা কোন ব্যবস্থা না নিয়ে উল্টো শিশুদের অভিভাবকদের হুমকি প্রদান করে। বিষয়টি র্যাব ১০ জানতে পারলে ঘটনা স্থলে অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করে।
নির্যাতনের শিকার শিশু রানার মা সাথী বেগম বলেন, আমার ছেলে চুরি করতে পারে না, যদি সে চুরি করেও থাকে তা হলে দেশে আইন আছে বিচার আছে। কোন সুস্থ মানুষ একটা শিশুর ওপর এভাবে নির্যাতন চালাতে পারে না। অতিরিক্ত নির্যাতনের ফলে শিশুগুলো ঠিক মতো হাটতেও পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব ১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি ২) কোম্পানী কমান্ডার মেজর ওবাইদুর রহমান বলেন, বিষয়টি অত্যান্ত মর্মান্তিক, আমরা ঘটনাটি জেনেই কারখানা মালিক ও তার দুই কর্মচারী সহ জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছি। অভিযুক্ত রাজিব কে কারখানা এখোনো পাওয়া যায় নি। নির্যাতনের শিকার চার শিশুকে তাদের স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।