বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
কেরানীগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম( ৫২)নামে একজন গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।গ্রেফতার শহিদুল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী দিঘীরপাড় এলাকার মোবারক মৃধার ছেলে। বর্তমানে কেরানীগঞ্জ মডেল থানা দিন পূর্ব বন্দ ডাকপাড়া এলাকার আহমদ মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে। সে পেশায় একজন চা বিক্রেতা।
রবিবার রাতে পূর্ব বন্দ ডাকপাড়া আহম্মদ ওয়াশিং মিলের সামনে থেকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনা বিবরণে জানা যায়, শিশুটি ও ধর্ষক শহিদুল একই বাড়ির ভাড়াটিয়া। রবিবার রাতে শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বদ্ধ ঘরের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষক শহিদুলকে এলাকার জনগণ মাইর ধর করে ।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, ধর্ষণের অভিযোগে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। শিশুটির বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে ডাক্তারি পরীক্ষা শেষে ধর্ষণের আলামত পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।