শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
কেরানীগঞ্জ প্রতিনিধি.
ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা ইউনিয়নে গরিব অসহায় পরিবারের মাঝে বিজিএফ কার্ডের ৩০ কেজি চাল সুষ্ঠভাবেই বিতরন করা হয়েছে।
আজ ৩০মে শনিবার সকাল ১০ টার অসহায় গরিব সিএনজি চালক,চা বিক্রেতা, প্রতিবন্ধী, ব্রিকস ফিল্ডে কর্মজীবিদের মাঝে এই চাল বিতরনের শুভ উদ্বোধন করেন শুভাঢ্যা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ লুৎফর রহমান ফরহাদ। এসময় আরো উপস্থিত ছিলেন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম, আওয়ামীলীগ নেত্রী মোসাঃ হোসনে আরা বেগম ও আওয়ামীলীগ ০৯ নং ওয়ার্ড সদস্য মো. সোহেলসহ প্রমুখ।
এসময় ০৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফরহাদ বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণের পর থেকেই মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু ভাই, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, শুভাঢ্যা আওয়ামীলীগ সভাপতি, ও শুভাঢ্যা ইউনিয়ন চেয়ারম্যান হাজি মোঃ ইকবাল হোসেনের নির্দেশে আমরা সব সময় অসহায় মানুষের পাশে থেকে মাঠে কাজ ও ত্রান-সাহায্য অব্যহত রেখেছি। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওয়াদা ১০টাকা দামে ৩০ কেজি ৪৮৩ পরিবারকে কোন অনিয়ম ছাড়াই প্রদান অব্যহত করে আসছি। ত্রান বিতরনে করতে গিয়ে আমাদের অনেক ভাই ভাইরাস আক্রান্ত হয়েছে । মহান আল্লাহর কাছে তাদের সুস্থতা কামনা করছি।
উপজেলা ট্যাগ অফিসার জানান, হাসনাবাদ এলাকায় সরকারের নির্ধারিত ডিলার মোঃ ভাষানি মাধ্যমে আমরা সর্বমোট ৪৮৩ জন ১০ টাকা বিজিএফ কার্ডের ৩০ কেজি করে চাল বিতরন করা হয়েছে, সর্বমোট ১৪ টন ৪৯০ কেজি চাল ১২ মার্চ ২০১৮ থেকে ৩০ মে ২০২০ ইং প্রতি তিনমাস পর পর
কোন ধরনের অনিয়ম কিংবা বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠভাবে সকলের মাঝে সঠিক ভাবে প্রদান করে আসছে।
১০টাকা দরে কার্ডের চাউল নিতে আসা অসহায় রোকেয়া বয়সের ভারে মাথা নিচু করে চাল নিয়ে বসে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করি, মা -আপনি তো ১০ টাকা দামে চাল পেয়েছেন আপনার অনুভুতি কি? মা রোকেয়া দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কেঁদে ফেলেন বলেন, আমার মা শেখ হাসিনাকে আল্লাহ আরো হায়াত দারাজ করুন!! আজ আমার কি অবস্থা যে হতো আল্লাহ এ মায়ের উছিলায় আমার জীবনের বেঁচে থাকা, না হলে কি যে হতো।