শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন
কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেন।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ঢাকা জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব ও আলমগীর হোসেন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৪জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সাবেক ভাইস চেয়ারম্যান মুহম্মদ রওশন ইয়াজদানি, শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দীন লিটন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী যুবলীগের সভাপতি মনির হোসেন ও মোঃ ইকবাল হোসেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মডেল থানা যুব মহিলা লীগের সভাপতি মোসা: আসমা আক্তার ও শান্তি আক্তার।
আগামী ৮ মে কেরানীগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।