সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
র্যাব-১০ এর পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও কদমতলী এলাকা হতে ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী আটক।
গতকাল২০২১ইং তারিখ আনুমানিক ৫.৫৫ ঘটিকা হইতে ৬.৩৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৭০ (একশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ ফারুক (২৯) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ ১৮.৫৫ ঘটিকা হইতে ১৯.৪৫ ঘটিকা পযর্šÍ উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন জুরাইন কমিশনার রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ৮৫ (পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ ইব্রাহীম (২৭) ও ২। রিতা আক্তার (৩৭) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ ও কদমতলীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।