শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
কেরানীগঞ্জ থেকে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ১০)
রবিবার (৩০ অক্টোবর) বিকেলে র্যাব-১০ মিডিয়া সেল থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা মুসলিমনগর এলাকায় মাদক বিক্রি করার সময় এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪৪৫ (চারশত পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে মোঃ জাফর উল্লাহ্ ওরফে লালা (৪৭), মোঃ সোহাগ (৪০), মোঃ মনির হোসেন (২৮) ও মোঃ জহিরুল ইসলাম (৩০) নামের চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং কেরানীগঞ্জে এর আশেপাশে বেশ কিছুদিন যাবৎ মাদকের বেচাকেনা করে বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।