কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
র্যাব-১০ এর অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ডাকাত দলের ০৭ সদস্য গ্রেফতার।
গত ১৫ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ১০:৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন জিঞ্জিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ ডাকাতি প্রস্তুতিকালে ডাকাত দলের ৭ জন সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। জামিল (২১), ২। মোঃ আলম (২১), ৩। মোঃ রাব্বি (২১), ৪। মোঃ শামীম (১৯), ৫। মোঃ ইয়াছিন (১৮), ৬। মোঃ নয়ন (২১) ও ৭। মোঃ টিপু (১৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি চাইনিজ কুড়াল, ০১ টি চাপাতি, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০২ টি চাকু, ০১ টি পাটের রশি, ১৫৭ (একশত সাতান্ন) পিস ইয়াবা ট্যাবলেট, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১৩০০/-(এক হাজার তিনশত) টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও মাদক ব্যবসা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রæত পালিয়ে যেত বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতি প্রস্তুতির ও মাদক মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com