কেরানীগঞ্জ থেকে ৫ কেজি গাঁজাসহ সিরাজ নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ থেকে গাঁজাসহ সিরাজ নামে এক মাদক কারবারিকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।বুধবার রাতে কদমতলী গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে যমুনা ব্যাংকের সামনে থেকে তাকে আটক করে।
সে কুষ্টিয়া জেলার মিরপুর থানার ওয়াবদা ব্রিজ এলাকার মোতালেব মিয়ার ছেলে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া ফাঁড়ি ইনচার্জ মোঃ আলাউদ্দিন।
এসআই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন এক ব্যক্তি গাজা সরবরাহের জন্য কদমতলী এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ সিরাজকে আটক করে।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ মিয়া মাদক কারবারির সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে গাঁজাসহ মাদক সরবরাহ করে করছিল।
তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com