ইমরান হোসেন ইমু :
ঢাকার কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফরের মুক্তির দাবিতে মানব বন্ধন কর্মসুচী পালন করা হয়েছে।
কেরানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকাল ১১টায় জিনজিরাস্থ প্রেসক্লাবের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসুচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি.সহসভাপতি হাজী মোস্তফা কামাল,প্রতিষ্ঠাতা সভাপতি শফিক চৌধুরী, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম, হাজী সালাউদ্দিন মিয়া, সাবেক সাধারন সম্পাদক আলতাফ হোসেন মিন্টু, মোহাম্মদ রায়হান খান,সাংবাদিক ইকবাল হোসেন রতন, মো, ইউছুফ আলী, কালিম সান্টু, মো.আলমগীর হোসেন,রাকিব হোসেন, মিয়া আব্দুল হান্নান, জাহাঙ্গীর হোসেন ঝানু, এইচ এম আমীন, সাজ্জাদ হোসেন শেখ শামীম,লিটন মাহমুদ,ইমন, এরশাদ ও আরিফ প্রমুখ।
এসময় মানব বন্ধন কর্মসুচী থেকে সাংবাদিক নেতারা আবু জাফরের দ্রত মুক্তির দাবি জানান । উল্লেখ্য গত বুধবার(১৯ফেব্রয়ারী) দোহার থানায় দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু জাফরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে(আইসটি) একটি মামলা হয়।
এই মামলায় আবু জাফরকে ওই দিন দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরের দিন বুধবার দোহার থানা পুলিশ তাকে আদালতে প্রেরন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com