বার্তা ডেস্ক
- ১০ নভেম্বর, ২০২২ / ২২৯ জন পাঠক সংবাদটি পড়েছেন
কেরানীগঞ্জ মডেল টাউনে চুরি মামলার দুই ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার মালামাল উদ্ধার।
কেরানীগঞ্জ থেকে মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় ভাড়া বাসায় চুরি হওয়ার ঘটনা মামলা হওয়ার দুই ঘন্টার মধ্যে চোর মোঃ জুবায়ের আহম্মেদ শুভ(৩৫)কে আটক করতে সক্ষম হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় কেরানীগঞ্জ মডেল থানায় এক প্রেসব্রিফিং এর মাধ্যমে পুলিশ পুরিদর্শক আশিকুর রহমান সাংবাদিকদের বলেন,গত ৮ নভেম্বর কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় বাসিন্দা আনু ইসলাম থানায় অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করেন সে মডেল টাউন এলাকার মিজানুর রহমানের বাড়ির বি-বøক ,রোড নং ০১ , ভাড়া বাসার ৪থর্ তলার পূর্ব পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন সে ফ্লাটের সামনের দরজা তালা ভেঙ্গে রুমের ভিতর হইতে নেভী বুলু লাগেজ থাকা নগদ ২লক্ষ ৭০ হাজার টাকা মালামাল আসবাবপত্র সর্বমোট ৩ লক্ষ ১২ হাজার ৫শ টাকা নিয়ে যায়। পরে এ ঘটনার অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয় মামলার তদন্তভার এসআই মসিউর রহমান কে প্রদান করা হয়।তিনি আরো বলেন,কেরানীগঞ্জ সার্কেল অথিরিক্ত পুলিশ সুপার শাহাব উদ্দিন নির্দেশনায়,কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ এর তত্ত্ববোধনে এসআই (নিরস্ত্র) মোঃ মশিউর রহমানের সঙ্গিয় এএসআই মোস্তাক আহম্মেদ,এএসআই আব্দুর রশিদ ও সঙ্গীয় ফোর্স দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি এলাকায় অভিযান পরিচালনা করিয়া প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত চোর মোঃ জুবায়ের আহম্মেদ শুভকে গ্রেফতার করে এবং ১ লক্ষ ৫০ হাজার টাকাসহ চোরাই অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। আসামীকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হয়েছে।