সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:৩৩ পূর্বাহ্ন
ক্র্যাবের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ব্যারিস্টার সাইফুরের ফুলেল শুভেচ্ছা।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মুন্সিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুর রহমান।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে নবনির্বাচিত ২ নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক দিপন দেওয়ান, অর্থ সম্পাদক হরলাল রায় সাগর, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের কল্যাণ সম্পাদক জাফরুল আলম, দৈনিক আলোর জগতের সহকারী সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাইফুল, মাসুদ আলম, হাসান ইমাম ইমরান, এড. আব্দুল আউয়াল সুমন, এড. শাহজালাল, জহিরুল ইসলাম সেলিম, রিফাত, সোহান, আরাফাত প্রমুখ।