শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শামীম আহম্মেদঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কেরাণীগঞ্জ মডেল থানা বিএনপি এবং তাদের অঙ্গসংগঠন। দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে তারানগর ইউনিয়নের বটতলী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি বটতলী বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পুনরায় বটতলী বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি মনির হোসেন মিনুর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক হাজী মো. খোকন, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা,তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক মনির, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক এসএম বাবুল, স্বোচ্ছাসেবকদল সভাপতি ওয়াসী উল্লাহ সেলিম, শ্রমিকদল নেতা আব্বাস উদ্দিন, জাসাস নেতা মো. সোহেল রানা,কৃষকদল নেতা ইসমাইল হোসেন প্রমুখ । #