গভীর রাতে হঠাৎ কম্বল নিয়ে হাজির হন শীতার্তদের মাঝে চাঁদপুর শহর জামায়াত
মুহাম্মদ বাদশা ভূঁইয়া। জেলা প্রতিনিধি
। চাঁদপুরের গভীর রাতে হঠাৎ কম্বল নিয়ে সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে বাংলাদেশ জামায়াত ইসলামীর চাঁদপুর শহর শাখার উদ্যোগে শিতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ১৩ ডিসেম্বর রাতে চাঁদপুর কোট স্টেশন এলাকায় ঘুমিয়ে থাকা সুবিধাবঞ্চিতদের বিতরণ করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার সম্মানিত আমীর এডভোকেট শাহজাহান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি ও চাঁদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া। আরো উপস্থিত ছিলেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন,জামায়াত নেতা এড. মামুন হোসেন মিয়াজী, গোলাম মাওলা, আব্দুল হাই লাভলু ও এড মুসলিম মিয়াজি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গভীর রাতে হঠাৎ হাজির হন নেতৃবৃন্দ শীতার্তদের ডেকে নিয়ে নিজ হাতে কম্বল তুলে দেন এবং খোজ খবর নেন। সংক্ষিপ্ত আলোচনায় নেতৃবৃন্দ বলেন, এ বছর আমরা চাঁদপুর পৌর এলাকায় ১০০০ কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। সর্বপ্রথম এই কোটস্টেশন এলাকার সুবিধাবঞ্চিতার্তদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে খুবই ভালো লেগেছে। আমরা আশা করি যারা বৃত্তশিল আছেন তারা এভাবে মানুষের পাশে এসে দাঁড়াবেন। ইনশাল্লাহ আমরা এর ধারাবাহিকতা অব্যাহত রাখব।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com