শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রীর কোন কম্পিটিটর থাকলো না। মনোনয়ন বাতিল করা হয়েছে তার বিপরীত প্রার্থীদের।
রবিবার সারা দেশে ৭৮৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী এসএম জিলানী ও আফজাল হোসেন এবং জাতীয় প্রার্টির এ জেড অপু শেখ। এতে করে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে আসনটিতে শেখ হাসিনার কোনো প্রতিদ্বন্দ্বী রইল না।
এর আগে দশম জাতীয় নির্বাচনে ওই আসনে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় প্রার্টির এ জেড অপু শেখ। সেই নির্বাচনে ২ লাখ ১১ হাজার ৯৫১ ভোটের মধ্যে অপু শেখ পেয়েছিলেন ২ হাজার ৪৩০ ভোট।
তার আগে নবম জাতীয় নির্বাচনে ১ লাখ ৮৮ হাজার ৫৮৫ ভোটের মধ্যে ধানের শীষ প্রতীকে এসএম জিলানী পেয়েছেন ৪ হাজার ৪৫১ ভোট। আর শেখ হাসিনা পেয়েছিলেন ১ লাখ ৫৮ হাজার ৯৫৮ ভোট। সেইবারও জয় পেয়েছেন তিনি।