গ্রীন এন্ড ক্লিন কেরাণীগঞ্জ গড়ার লক্ষে
বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারন
শামীম আহম্মেদ,
বুড়িগঙ্গার পারে জমিয়ে রাখা ময়লা আবর্জনার স্তুপের দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের বাসিন্দাসহ পথচারিরা। এ সঙ্কট দূর করতে নতুন করে অবৈধ দখল উচ্ছেদ ও বর্জ্য অপসারণে কাজ শুরু হয়েছে বুড়িগঙ্গার দক্ষিণ তীরের আগানগর এলাকায়। এতে অংশ নিচ্ছে প্রায় চারশত শ্রমিক । এর মাধ্যমে বুড়িগঙ্গার দক্ষিণ তীরের আদি বৈচিত্র ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কেরাণীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে এ কাজ শুরু হয়েছে। এতে সহায়তা করছে কেরাণীগঞ্জ আঞ্চলিক শাখা যুবলীগ। গ্রীণ এন্ড ক্লিন কেরাণীগঞ্জ প্রকল্পের আওতায় পরিচ্ছন্ন কেরাণীগঞ্জ গড়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। গত একসপ্তাহ আগে পূর্ব আগানগরের আলম মার্কেট এলাকা থেকে শুরু হওয়া এ কাজে ইতিমধ্যেই এসেছে ব্যাপক অগ্রগতি। কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ আরো বলেন সম্পূর্ণ নিজস্ব জনবল এবং যন্ত্রপাতি দিয়ে এ কাজটি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বর্জ্য অপসারনের পরিধি আরো বাড়ানো হবে। এছাড়া পরবর্তীতে বুড়িগঙ্গার দক্ষিণ তীরের বেরিবাধে নতুন করে ফুটপাথ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন শাহীন আহমেদ।
সরেজমিনে দেখা গেছে, বুড়িগঙ্গার দক্ষিণ তীরের আগানগর এলাকায় গৃহবর্জ্য,গার্মেন্টস শিল্পের টুকরা কাপড়,ডাবের খোসার বিশাল বিশাল স্তুপ সরিয়ে নিচ্ছেন পরিচ্ছন্ন কর্মিরা। এসময় পরিচ্ছন্ন কাজের তদারকিতে থাকা আঞ্চলিক শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মুসলিম ঢালীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান,গত এক সপ্তাহে প্রায় দুই হাজার টন বর্জ্য সরিয়ে নেয়া হয়েছে। পাশাপাশি অপসারন করা হয়েছে বেশকিছু অবৈধভাবে গড়ে ওঠা টঙ দোকান। তিনি বলেন স্থানীয় সাংসদ বিদ্যুৎ,জ¦ালাণী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র স্বপ্ন পুরনের লক্ষে পরিচ্ছন্ন কেরাণীগঞ্জ গড়ার প্রত্যয়ে উপজেলা পরিষদের অর্থায়নে এ বর্জ্য অপসারন কাজ করা হচ্ছে। ইস্পাহানী এলাকার বাসিন্দা মো.জামাল হোসেন বলেন এর আগেও বেশ কয়েকবার বুড়িগঙ্গা তীরের বর্জ্য অপসারনের কাজ পরিচালনা করা হয়েছে। তবে এবারের মত এত পরিচ্ছন্ন কাজ আমরা কখনওই দেখিনি। তিনি বলেন এখন এটি ধওে রাখতে হবে। যাতেকরে ভবিষ্যতে আর কেউ বুড়িগঙ্গা তীরে বর্জ্য ফালাতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়াতে হবে। তবেই দুর্গন্ধমুক্ত পরিবেশে বুড়িগঙ্গার পারের জনসাধারণ তাদের যাবতীয় কার্যাদি সম্পন্ন করতে সক্ষম হবেন। #
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com