সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ করলেন শেখ শাহ আলম
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ২০২২-২০২৪ মেয়াদী নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও আলম মাল্টিমিডিয়ার কর্ণধার শেখ শাহ আলম।
বৃহস্পতিবার (৭এপ্রিল) বেলা ১১টায় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস থেকে তিনি নিজের মনোনয়নপত্র নিজেই সংগ্রহ করেন। এ সময় তার সাথে ছিলেন আরিফ ইস্পাহানি, অপূর্ব রানা, আব্দুর রহিম বাবু প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহের ব্যাপারে শেখ শাহ আলম সাংবাদিকদের জানান, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির আপামর জনতার দাবির প্রেক্ষিতে কর্তব্য ও দায়িত্ববোধ থেকে তিনি কার্যনির্বাহী পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেইসঙ্গে তিনি দেশবাসীসহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।