পটুুয়াখালীতে চার কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় শহরের লোহালিয়া খেয়াঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পটুয়াখালী গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লোহালিয়া খেয়াঘাটের পূর্ব প্রান্তে অভিযান চালিয়ে চার কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী বাবুল মৃধা ওরফে গাজা বাবুল (৪৫) ও জাকির শেখ (৩৫) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুল পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি বখর খা গ্রামের বশির মৃধার ছেলে এবং জাকির শেখ গোপালগঞ্জের মুকুন্দপুর এলাকার আশরাফ আলী শেখের ছেলে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com