ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা আরেকজন আহত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকার কেরানীগঞ্জ জুয়া খেলাকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে ছোট ভাই শাহিনকে না পেয়ে বড় ভাই রুবেল(২৮)কে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে বাঁচাতে শাহিনের বন্ধু মোবারক(২৭) এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।
রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব বন্ধ ডাকপাড়া এলাকার আবুল সর্দারের গলিতে এ ঘটনা ঘটে। টাঙ্গাইলের খালেক মিয়ার পুত্র নিহত রুবেল পেশায় একজন অটোরিকশা চালক।সে অন্তঃসত্ত্বা স্ত্রী ও পাঁচ বছরের এক কন্যা সন্তান নিয়ে আবুল সর্দারের গলির ঝর্ণার বাড়িতে ভাড়া থাকতো।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু ছালাম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছুরিকাঘাতের পর আহতদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। পরে কেরানীগঞ্জ মডেল থানার এসআই মফিজুর রহমান হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com