রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌছেছেন কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগ পরিবার। কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নূর ইসলাম বাচ্চু নূরের নেতৃত্বে আজ ২৬ অক্টোবর শনিবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের মাজার জিয়ারতের উদ্দেশ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান।
সেখানে পৌছে প্রথমে তারা জাতির জনকের সমাধিতে পুষ্পাস্তবক অর্পণ শেষে আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত করেন। পরে তারা বঙ্গবন্ধুর সমাধি ও তার আশপাশের দর্শনীয় স্থান সমুহ পরিদর্শন করেন।
জানা যায়,কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগ যেন ঐক্যের এক অনন্য নজির। এখানকার ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে রয়েছে ঐক্যের একাধিক দৃষ্টান্ত । তার মধ্যে আজকের এ সফরও একটি অনন্য নজির। আজকের এ টুঙ্গীপাড়া সফরে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য হাজী মো.ইকবাল হোসেন,,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক নেতা হুমায়ুন গনি, সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হাসান রনি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ইয়ামিন, মো.জমির হোসেন ঝুমু, মো.জেলহজ্ব, জাহিদুল ইসলাম বিপ্লব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সেলিম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ,মো.রাসেল, রাজু আহম্মেদ ইতি, মো.আরিফুল ইসলামসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো.জাহিদ হোসেন রনি বলেন, কালিন্দী ইউনিয়ন আওয়ামী পরিবারে সৃষ্টি হয়েছে এক সম্প্রীতির মেইল বন্ধন। যে কারনে সকল কর্মকান্ডেই আমরা এক কাতারে এসে দাড়াতে পারি ।
আজকের টুঙ্গীপাড়া সফর সম্পর্কে তিনি বলেন, এটাও আমাদের ঐক্যেরই একটি প্রায়াস। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ হয়ে কয়েকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মাধ্যমে আরিচা হয়ে টুঙ্গীপাড়া পৌছায়। সেখানের সকল কার্যাদি শেষে আবার একই গাড়িযোগে ঢাক-মাওয়া সড়ক হয়ে এলাকায় এসে পৌছায়।