সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে গুদারাঘাট আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দোয়া মোনাজাত ও রান্না করা খাবার বিতর।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
আজ ২৭ শে আগস্ট রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় গুদারাঘাট আলম মার্কেটের সামনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গুদারাঘাট আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক মোঃ হান্নান মৃধার উদ্যোগে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
আঞ্চলিক শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ হান্নান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি এসময় গরিব-দুখী ও অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করেন।
প্রতিমন্ত্রী এসময় শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শপথ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে থেকে একত্রে আগামীর দেশ গড়তে সহযোগীতা করার জন্য উপস্থিত নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সুতিকাগার কেরাণীগঞ্জ। এখানেই গড়ে উঠেছিল মুক্তিযুদ্ধের প্রথম প্রশিক্ষণ ক্যাম্প। পাকিস্তানি পাক হায়েনারা চালিয়েছে গণহত্যা। হয়েছে সম্মুখ সমর। তাই মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর প্রসঙ্গে কেরাণীগঞ্জবাসী সব সময়ই দুর্বল। কারণ এখানকার প্রবীণ রাজনীতিবিদদের অনেকর সাথেই জাতিরজনকের সরাসরি পরিচয় ছিল। সে কারনে ১৫ আগষ্টের কাল রাত্রির কথা ভুলতে পারে না কেরানীগঞ্জ আওয়ামী লীগ পরিবার। সে জন্য জাতীর জনকের কথা ভেবে শোক চেপে রাখতে কষ্ট হয় কেরাণীগঞ্জবাসীর। ফলে প্রতিবছর ১৫ আগষ্ট এলে শোকের ছায়া নেমে আসে কেরাণীগঞ্জে।
এতে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম. ই মামুন এছাড়া আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক শাখা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জাকির হোসেন সোহেল, মোঃ মনির হোসেন খান ও আহ্বায়ক কমিটির সদস্য নূরে আলম, মোঃ শুক্কুর, মিলন, মোঃ নাসির, মোঃ মালেক খান, সানি, এম খোকন, মোঃ আজিজুল, আকরাম, মোঃ আলমগীর, মোঃ বাদল, মোঃ বারেক, মোঃ ইব্রাহিম, মোঃ ফয়সাল, মোঃ হাবিব, মোঃ কাইয়ুম, মোঃ লালন, মোঃ সামিউল, মোঃ সৈকত প্রমূখ।