শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
জাতীয় শোক দিবস উপলক্ষে কেরাণীগঞ্জে দরিদ্র-দুস্থদের মাঝে চাল বিতরন
মোঃইমু আহমেদ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুইডেন এর নিজস্ব তহবিল থেকে দরিদ্র-দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
আজ ৩১ আগস্ট (শনিবার) সকাল ১১ টা থেকে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুইডেনের আয়োজনে দরিদ্র-দুস্থদের মাঝে প্রত্যককে ৫ কেজি করে প্রায় ৩৫০০ কেজি চাল বিতরণ করা হয়। চাল বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও কেরাণীগঞ্জ আওয়ামীলীগের আহবায়ক শাহীন আহমেদ।
দরিদ্র-দুস্থদের মাঝে চাল বিতরণের ছবি
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী ডাঃ এইচ.এম সেলিম, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা আওমী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোঃ মিরাজুর রহমান সুমন ও শুভাঢ্যা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমারত হোসেন প্রমুখ।
দোয়া ও চাল বিতরণের সময় রেজাউল করিম সুইডেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষক, শ্রমিক ও মেহনতী দিনমুজুর মানুষের নেতা। আজকের এই শোকের মাসে গরীব ও মেহনতী মানুষের পাশে থাকা আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের একটি অন্যতম দায়িত্ব ও কর্তব্য। তাই আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতকর্মীদেরকে অসহায়, মেহনতী, গরীব ও দুস্থদের পাশের থাকার আহ্বান জানান। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আরও বিস্তারিত পড়ুন