শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
শামীম আহম্মেদ:
জয় বাংলা লিডারশীপ এ্যাওয়ার্ড পেলেন কেরানীগঞ্জের ছেলে বিজয় ইসলাম রাসেল।তিনি কেরাণীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের সিরাজ নগর গ্রামের ছেলে, জিনিয়াস ইয়ুথ ফাউন্ডেশন, বাংলাদেশের সভাপতি। গত গত ২৪ ফেব্রুয়ারি রবিবার রাজধানীর এক চাইনিজ রেস্টুরেন্ট জয় বাংলা কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।এসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজয়ী ১৫ জনের মধ্যে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযুদ্ধা মো: নুরুজামান আহমেদ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, কবি- সুরকার,গবেষক প্রাকৃতজ শামিমরুমি টিটন , অভিনেতা আহমেদ শরীফ প্রমূখ।এলাকা সূত্রে জানাযায়, বিজয় ইসলাম রাসেল স্কুল জীবন থেকে সামাজিক কাজ করে যাচ্ছেন,প্রায় ১০ বছর ধরে কাজ করছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া সংগঠনের সাথে গড়ে তুলেছেন গরিব অসহাদের জন্য বিনামূল্যে পাঠশালা, কাজ করে যাচ্ছেন পাখিদের অভ্যয়াশ্রম নিয়ে, বাল্যবিবাহ প্রতিরোধ, ক্যান্সার সচেতনতা, বৃক্ষ রোপন কর্মসূচী, জরুরি প্রয়োজনে সেচ্ছায় রক্ত দান সহ বিভিন্ন সামাজিক কাজ। বিজয় ইসলাম রাসেল এর মতে, আমরা তরুণ প্রজন্ম যদি এগিয়ে আসি তবেই হবে সোনার বাংলাদেশ।