বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
ঝালকাঠিতে পুলিশের হাতে মাদক সম্রাট সুজনের স্ত্রী আটক, ২৫০পিস ইয়াবা উদ্ধার
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠিতে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সম্রাট সুজনের স্ত্রীকে আটক করেছে পুলিশ একই সাথে ২৫০পিস ইয়াবা উদ্ধার করে।
এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, ঝালকাঠি জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদক নির্মূল অভিযানে প্রতিদিনের ন্যয় বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি কলেজ রোড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক মো.এনামুল হোসেন,পরিদর্শক মো.মাইনুদ্দিনের নেতৃত্বে এএসআই শিমুল চন্দ্র,রিপন খান,মাসুম বিল্লাহ ও নারী পুলিশ নুসরাতসহ পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেলে কলেজ রোড এলাকার ১৭নং বাসা থেকে ঝালকাঠির অন্যতম মাদক ব্যবসায়ী তথা মাদক সম্রাট সুজন দাসের স্ত্রী সিপ্রা সাহা (৪২) কে আটক করে তার কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। এব্যাপারে ডিবি পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন।