টঙ্গীতে রেল দুর্ঘটনা – গাজীপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় আজ রোববার দুপুরে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাজীপুরের সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনা কীভাবে ঘটেছে, তা জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রাকিবুল হক। জামালপুর থেকে কমিউটার ট্রেনটি ঢাকায় যাচ্ছিল বলে তিনি জানান। ওই এলাকায় ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হয়ে অন্য লাইনে চলে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
উত্তরের সঙ্গে ট্রেন চলাচল বন্ধের বিষয়টিও জানিয়েছেন রাকিবুল।
রেল কেন দুর্ঘটনায় পড়ে
নিয়মিত রেললাইন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ না করায় বার বার দুর্ঘটনা হচ্ছে রেলে। দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেকে অফিসে বসেই পরিদর্শন প্রতিবেদন জমা দিয়ে বিল তুলে নিচ্ছেন। তাছাড়া দক্ষ চালকের অভাব, লোকবলের তীব্র সংকট, সম্পদের সুষ্ঠু ব্যবহার ও অবকাঠামোর উন্নয়ন না হওয়াও দুর্ঘটনার অন্যতম কারণ।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com