রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন
টাকা না দেয়ায় রাজধানীর যাত্রাবাড়িতে ১৫ দিনের এক শিশুকে হত্যা করলো হিজলারা।
আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে শনি আখড়ার শেখদীতে ঘটনাটি ঘটেছে।
দুপুরে বাসায় কেউ যখন ছিল না তখন হিজলাড়া বাসায় আসে। বাসায় বাচ্চাটির মা একা ছিলো, সে কথা বলতে পারে না।
হিজলাড়া বাসায় এসে টাকা দাবী করলে মহিলাটা দিতে পারে নাই। পরে হিজলারা টাকা না দেয়ায় বাচ্চাটিকে গোসল খানায় ফেলে দিয়ে বাচ্চার মাকে ঘরে বন্দী করে রেখে যায়।
পরে বাসায় শব্দ পেয়ে লোকজন এসে ঘর খুলে মাকে উদ্ধার করে এবং গোসল খানায় বাচ্চাটিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলাকে আটক করে।
আজকে দুপুরে আনুমানিক প্রায় একটার দিকে ঘটনাটি ঘটেছে যাত্রাবাড়ীর শনি আখড়ার শেখদী এলাকায়। দুপুরে যখন কেউ বাসায় ছিলোনা তখন হিজলারা বাসায় আসে। আর তখন বাচ্চার মা বাসায় একা ছিলো। এইখা বলে রাখা ভালো বাচ্চার মা একজন বোবা
হিজলারা বাসায় এসে টাকা দাবী করে। আর টাকা না দিলে মাকে বেধে বাচ্চাকে টয়লেটের বালতিতে উপুড় করে ফেলে তালা মেরে চলে যায়।
পরে শব্দ পেয়ে লোকজন ঘর থেকে মাকে উদ্ধার করে আর গোসল খানায় মৃত অবস্থায় বাচ্চাটিকে পাওয়া যায়।
বাচ্চার বাবা বাসায় এসে কান্নায় ভেঙে পরে।
বিক্ষুব্ধ জনতা পরে এলাকা ঘেড়াও করে ১ হিজলা কে আটক করে।
আরো পড়ুন : শিশু ধর্ষনের মূল্য আড়াই লাখ
মোঃ মাসুদ।
সুত্র: সাইবার ৭১