টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে জোটের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলম। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে টুঙ্গিপাড়াস্থ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে মুজিববর্ষ লোকজ মেলা ২০২২ এর সমাপনী দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে গান পরিবেশন করেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী আলভী সরকার।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কান্তি নাথ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাজিব, অর্থ বিষয়ক সম্পাদক আলভি সরকার, ত্রান সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা জেলা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সভাপতি আয়াত নুর রনি, গোপালগঞ্জ জেলা সভাপতি গোলাম কাদের, পিরোজপুর জেলা সভাপতি সঞ্জীব কুমার রায়, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সভাপতি আরবি আহমেদ ইভা সহ বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ঢাকা জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com