নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পিরোজপুরের পিয়ার নগর এলাকায় হাইওয়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে, প্রবাসীর গাড়ী থামিয়ে দুর্বৃওরা অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা,স্বর্ণালংকার সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতিরা ।
সৌদি থেকে আসা তারা মিয়া জানান, মঙ্গলবার গভীর রাতে সৌদি আরব থেকে দেশে আসার পর গাড়ীতে করে নিজগ্রাম পিরোজপুর ইউনিয়ন মঙ্গলেগাঁও ফিরছিলেন ।ঐসময় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার মহাসড়কের পিয়ারনগর এলাকার রাস্তায় আসলে ৮-১০ জনের একদল ডাকাত রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি গতিরোধ করে।এসময় অস্ত্রের মুখে জিম্মি করে ১০ ভরি স্বর্ন, ৭টি মোবাইল ফোন, ১৩ হাজার সৌদি রিয়েল, পাসপোর্ট, ২ লাখ ৬০ হাজার টাকার অন্যান্য মালামাল সহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ধারালো অস্ত্রের আঘাতে সৌদি প্রবাসী তারা মিয়া, ছেলে হামীম (৬), বড় ভাই সবুজ মিয়া ও গাড়ী চালক সোলায়মান আহত হয়। পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বসাক জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ডাকাতদের গ্রেফতারে অভিযান চালানো হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com