মোঃইমরান হোসেন ইমু।। ডায়াবেটিস রোগীদের জন্য রমজান মাসের জন্য নতুন নিয়মে ঔষধ সেবনের নির্দেশনা দেন ডা.শাহীনুর রহমান খান শাওন। দেশের করোনাকালীন সময়ে ঘরে আছে সবাই এমন সময় আবার শুরু হয়েছে পবিত্র রমজান।রমজান মাসের জন্য ডায়াবেটিস রোগীর জন্য নতুন নিয়মে ঔষধ খাওয়ার রুটিন নির্দেশনা দিয়েছন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.শাহীনুর রহমান খান শাওন।
যারা ডায়াবেটিস রোগী তাদের পরামর্শ দিয়েছেন
১.বেশি বেশি পানি পান করতে হবে।
২.ফলমুল শাক শব্জি ও পুস্টিকর খাবার গ্রহন করতে হবে।
৩. যারা নিয়মিত ইনসুলিন ব্যবহার করেন তারা ২ বেলা ইনসুলিন ব্যবহার করবেন।
৪.ইফতার এ সকালের ডোজ এর সমপরিমান বা আগের ডোজের চেয়ে একটু কমিয়ে ব্যবহার করবেন।
৫.শেহরীতে রাতের ডোজের সমপরিমান বা একটু কমিয়ে ব্যবহার করবেন।
৬.ওরাল ও অন্যান্য ডায়াবেটিক ঔষধের ক্ষেত্রে ২ বেলা ওরাল ঔষধ ইফতারী ও শেহরীর সময় খেতে হবে।
এছাড়া অন্যান্য রোগের জন্য যেমন হাইপ্রেসার, কিনডি সমস্যা, ডায়াবেটিক, নিউরোপ্যাথিক,কোলেস্টেরলেরর ঔষধ থাকলে তা পূর্বের নিয়মে সেবন করতে হবে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com