কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আনোয়ার হোসেন (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, নিহত আনোয়ার নোয়াখালী জেলার হাতিয়া থানার আলামিন গ্রামের আছিউল হকের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালী জেলার হাতিয়া থানার অস্ত্র আইন মামলায় বন্দী ছিলেন। অসুস্থতা কারণে নোয়াখালী কারাগার উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং পরে সেখান থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তিনি পিএলআইডি ও হাইপারটেনশন এবং গ্যাস্ট্রোন্টেরাইটিস রোগে আক্রান্ত ছিলো। হাজতি নং-৩০৬৯৫/২২।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com