শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৩৫০০ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব ১০ কেরানীগঞ্জে দৈনিক জনবাণীর সম্পাদক ও প্রকাশকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন। মহান বিজয় দিবস উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত এড,মোহাম্মদ খোরশেদ আলমকে তরুণ আইনজীবীদের ফুলেল শুভেচছা রাজধানীতে ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকায় দোয়া মাহফিল অনুষ্ঠিত মহান বিজয় দিবস উপলক্ষে পুরান ঢাকার কুমারটুলিতে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোধন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মতিঝিল জোনের এসি গোলাম রুহানী। প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক বিয়ের চাপ দেওয়াতে যুবক আত্মগোপনে। আগানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কর্মি সভা ও সদস্য সংগ্রহ ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত। বিএনপি নেতা হাজী আক্তার হোসেন দক্ষিণ বিএনপির সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

ঢাকার কেরানীগঞ্জে  ভুয়া সেনাবাহিনীর সেজে মাংশের দোকানে ওফলের দোকানে প্রতারনা

কেরানীগঞ্জে  ভুয়া সেনাবাহিনীর সেজে মাংশের দোকানে ওফলের দোকানে প্রতারনা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে সেনাবাহিনীর বেশ ধরে অভিনব পদ্ধত্বিতে মাংশ ও ফলের দোকান থেকে পন্য নিয়ে প্রতারনা করেছে এক প্রতারক। ঘটনাটি ঘটেছে আগানগর ইউনিয়নের ছোট মসজিদ রোড এলাকায়।
প্রতারনার শিকার মাংশের দোকানী মো: মনা কশাই বলেন, আজ সকালে ভোর বেলা আমি দোকান খুলে গরু জবেহ দেই। সকাল ৭টার দিকে এক লোক আমার দোকানের সামনে এসে মটর সাইকেল থামায়। তার পরনে সেনাবাহিনীর মতো পোষাক ছিলো । দেখতে ও তেমন। তারপর সে আশে পাশে যারা মাস্ক পরা ছিলো না তাদেরকে মারধর করে।মানুষের চুুল কেটে দেয় এবং পাশের মসজিদের মাইক দিয়ে জনগনকে সচেতন থাকতে মাইকিং করে। তার কার্যক্রম দেখে সবাই তাকে সেনাবাহিনীর সদস্য মনে করে। পরে সে আমার দোকানে এসে বলে বঙ্গ ভবনে আজকে গরুর মাংস লাগবে। তার পছন্দ মতো কয়েকটি পিস থেকে প্রায় ৮৩ কেজি মাংশ মাপি। মাংশ মাপা শেষে তিনি বলেন তার সাথে গিয়ে বঙ্গভবনে মাংশ দিয়ে আসতে হবে এবং বিল ঐখান থেকেই আনতে হবে। আমি তাকে সেনাবাহিনীর সদস্য মনে করে তার কথাতেই রাজি হয়ে যাই। এর পরে সে আমার পাশে ভাই ভাই ফলের দোকান থেকেও বেশ কিছু ফল কিনে। এবং সেই ফলের দাম আমার কাছে দিয়ে দিবে বলে দোকানদারকে জানায়। এরপর সে আমাকে নিয়ে বঙ্গভবনের একটু দূরে রাজউকের সামনে থামে এবং আমাকে দাড়াতে বলে । সে গোশত নিয়ে ভিতরে গিয়ে টাকা নিয়ে এসে আমাকে দিবে বলে জানায়। আমি তার কথা মতোই দাড়িয়ে থাকি অনেকক্ষন অপেক্ষা করার পরেও যখন সে আশে না তখন আমি বঙ্গভবনের সামনে পুলিশকে বিষয়টা জানাই। পুলিশ ও খোজাখুজি করতে থাকে। কিন্তু কোথাও তাকে আর পাই না। পরে আমি বুঝতে পারি আমি প্রতারনার স্বীকার হয়েছি।
এ ঘটনায় এখন পর্যণ্ত থানায় কোন অফিযোগ দায়ের করেন নি বলে জানান তিনি।
২৪ এপ্রিল ২০

সংবাদটি শেয়ার করুন

সর্বসত্ত্ব সংরক্ষিত © সংবাদ সবসময় - ২০২৩
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়ঃ Marshal Host