ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মৃত্যু ,
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পিলখানা বিডিআর হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। আসামির নাম হাবিলদার আবদুস সালাম হাওলাদার (৬০)। তিনি ঝালকাঠি জেলার নলছিটি থানার ভৈরবপাশা গ্রামের মৌজে আলী হাওলাদারের ছেলে। গতকাল কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে আবদুস সালাম অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে তার মৃত্যু হয়। হাজতি আবদুস সালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
জানা গেছে, আবদুস সালাম হাওলাদার ২০০৯ সালে বিডিআর হত্যাকারে পর থেকেই কারাগারে অন্তরীণ ছিল। পিলখানা হত্যাকারে পর তিনি ২০১২ সালের একটি মামলার রায়ে পাঁচ বছর ছয় মাস এবং ২০১৩ সালে একটি মামলার রায়ে ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত হন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ চন্দ্র জানান, বিডিআর বিদ্রোহ মামলার আসামি আবদুস সালাম বেশ কিছুদিন ধরে কিডনিসহ অন্যান্য রোগে ভুগছিলেন। বুধবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আজ সকালে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com