রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
পুনরায় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে বিশেষ পুরুষ্কার গ্রহণ করলেন কেরানীগঞ্জ মডেল থানার (এস আই) আবুল কালাম আজাদ।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
জানাগেছে,আবুল কালাম আজাদ গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতার করায় ঢাকা জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।
আজ (২৩ অক্টাবর) সকাল ১০টায় ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, পিপিএম(বার) ঢাকা জেলার মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ সভায় কেরানীগঞ্জ মডেল থানার গুরুত্বপূর্ণ মামলার আসামী গ্রেফতার করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করেন ।
পুরস্কার পাওয়া এস আই আবুল কালাম আজাদ জানান, বিভিন্ন সময় আলোচিত মামলার আসামী গ্রেফতার করার কাজে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগিতা করেন কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর ও কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।