শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন
ঢাকা জেলা কালেক্টর সহকারীদের কর্মবিরতি পালন
শামীম আহম্মেদ .
পদবী পরিবর্তন ও উন্নয়নের দাবীতে সারাদেশের ন্যায় পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছেন ঢাকা জেলা কালেক্টর সহকারী সমিতি। এ উপলক্ষে আজ ১৫ নভেম্বর রবিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় মাঠে এক আলোচনা সভা ও র্যালীরও আয়োজন করে সংগঠনটির নেতৃবৃন্দ। বাংলাদেশ কালেক্টরেট সমিতির মহাসচিব ও ঢাকা জেলা কালেক্টরেট সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুকবুলুর রহমান, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুমায়ন কবীর, সদস্য মোঃ মজিরুল হক, অর্থ সম্পাদক খন্দকার নাজমুল আলম প্রমূখ। বক্তরা তাদের দাবী আদায়ের লক্ষ্যে আজ থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত দাবী আদায় না হলে কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় এর চারদিকে একটি র্যালী করা হয়। #