ঢাকা জেলা পুলিশের নতুন পুলিশ সুপার যোগদানও দায়িত্ব গ্রহণ।
নিজস্ব প্রতিবেদক : ইমরান হোসেন ইমু।
বৃহস্পতিবার ঢাকা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে ঢাকা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে আহম্মদ মুঈদ মহোদয় যোগদান করেন এবং ঢাকা জেলার সদ্য বিদায়ী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, বিপিএম, পিপিএম (বার) এর নিকট হতে দায়িত্ব গ্রহণ করেন । এ সময়ে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত অফিসার ফোর্স ও সিভিল স্টাফগন উপস্থিত ছিলেন। এই সময়ে ঢাকা জেলা পুলিশের একটি চৌকস টিম সদ্য যোগদানকৃত নতুন পুলিশ সুপারকে সালামী প্রদান করেন । ঢাকা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন এবং অত্র অফিসে কর্মরত অফিসার ফোর্সদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com