ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর বিদায় সম্মাননা অনুষ্ঠিত।
কেরানীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।
ঢাকা কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানার পক্ষ থেকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি এবং বদলীজনিত বিদায় অনুষ্ঠান উপলক্ষে সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা প্রসঙ্গে এ বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিদায়ী পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কেল) শাহাবুদ্দিন কবির,
কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) আলাউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক হাজি মোঃ আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ম.ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহা, রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী।
এসময় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান , কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম,কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীপেন বর্মন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মোঃ মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন, বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন এ সিকদার।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলা ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, গন্যমান্য সকল পর্যায়ের ব্যক্তিবর্গরা এ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিদায়ী পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ উপ মহা পরিদর্শক মারুফ হোসেন সরদার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদকঃ ইমরান হোসেন ইমু
অফিসঃ মাহফুজা প্লাজা (২য় তলা), কদমতলী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০
মোবাইলঃ ০১৭৫৬৬২৯৩০৫, ০১৮১৯-৫০১১২৫
বার্তা বিভাগঃ ০১৭৫৬৬২৯৩০৫
ইমেইলঃ songbadsobsomoy2@gmail.com