শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।১০সিপিসি২
২৪ জানুয়ারি রাত আনুমানিক ৪ টার দিকে কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন এর নেতৃত্বে কবির হোসেন কে গ্রেফতার করা হয়।
আটককৃত কবির হোসেন হলেন, মুন্সীগঞ্জ জেলার, সিরাজদিখান থানাধীন, চরকুন্দলিয়া লক্ষিরচর এর মৃত আমির আলীর ছেলে।
র্যাব-১০, কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৪ টার দিকে দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন পলাশপুর বিশ্বওলি এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রিকালে ৬১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির হোসেনকে হাতেনাতে আটক করা হয়।উক্ত অভিযানে ০২টি মোবাইল ফোন ও নগদ ৫০০০ টাকা জব্দ করেন।
এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।